• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

দাবি আদায় করেই ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ মার্চ ২০১৯  

দাবি আদায় করেই ক্লাসে ফিরলেন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তিন শিক্ষার্থীকে বহিরাগতদের হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং মেডিকেলের সামনে অবৈধ দোকান উচ্ছেদসহ চারদফা দাবিতে চারদিন ধরে তারা আন্দোলন করে আসছিলেন।

মঙ্গলবার সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা এক প্রেস ব্রিফিংয়ে আন্দোলনের সমন্বয়ক মাহমুদুল হাসান মিঠুন বলেন, হামলাকারীদের গ্রেপ্তারসহ দাবি-দাওয়া মেনে নেয়ায় আন্দোলনের সমাপ্তি ঘোষণা করে আমরা ক্লাসে ফিরে যাচ্ছি।

তিনি আরো বলেন, আমাদের মতো আর কোনো শিক্ষার্থী যেন বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার না হয় কর্তৃপক্ষকে সে ব্যাপারে সজাগ থাকতে হবে।

শিক্ষার্থী মারধরের সঙ্গে জড়িত জামালপুর শহরের পাথালিয়া এলাকার মোশারফ হোসেনের ছেলে ইউসুফ আলী (৩৫), বিপুল মিয়া (২২) ও রফিক মিয়া (৪৯) এবং একই এলাকার বুরহান আলীকে (২৩) সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। এর আগে আরেক আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে সদর থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম।

গত বৃহস্পতিবার রাতে শেখ হাসিনা মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের পাশে হাসপাতালের সামনের সড়ক পার হওয়ার সময় মেডিকেলের তিন ছাত্র বহিরাগত সন্ত্রাসী ও দোকানিদের হামলার শিকার হন। ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চারদিন ধরে আন্দোলন করে আসছিলেন মেডিকেলের শিক্ষার্থীরা।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা